Shortcut Virus কিভাবে রিমুভ করবো ????


Shortcut Virus এর সাথে পরিচিত হয়নি এখনো এমন মানুষ কমই আছে। কিন্তু এইটা কিভাবে রিমুভ করবো এইটা হইতো অনেকেরই অজানা বা জানার জন্যে ইউটিউবের ভিডিও দেখে রিমুভ করে থাকেন।
Shortcut-virus হল এমন একটা ভাইরাস যেইটা আমাদের পেনড্রাইভ,পিসি,হার্ড ডিস্ক,মেমোরি কার্ড অথবা মোবাইল ফোনে ঢুকে থাকে এবং আমাদের গুরুত্বপূর্ণ তথ্য shortcut এ পরিবর্তন করে থাকে।
যখন আমরা আমাদের পেনড্রাইভ কোনো shortcut virus এফেক্টেড পিসিতে প্লাগিন করি তখনি আমাদের পেনড্রাইভটিও ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়।এই রিমুভ করে আমাদের প্রয়োজনীয় ফাইল পেতে আমারা ৩ টি পন্থা অবলম্বন করতে পারি।
1. Remove Shortcut Virus using CMD (Command Prompt).
2. Use WinRAR to get original Files.
3. Shortcut Virus Remover.


***** Remove Shortcut virus using CMD****

এই পন্থা হলো সবথেকে ভালো। এইটার মাধ্যমে ৯৫% পসিবিলিটি থাকে ফাইল গুলা রিকভার করার এবং ভাইরাস রিমুভ করার।। জাস্ট নিচের স্টেপস গুলা ভালো করে ফলো করুন...

1) Go to Start -> Run -> cmd.
2) Go to your pen drive memory cards or mobile phone directory.
3) Type attrib -h -r -s /s /d e:*.* (Where e is the Drive Label)
4) And then press Enter.


****-Use WINRAR to Get Original Files****

যদিও CMD ইউস করার পরেও ভাইরাস থেকে যাই তাহলে এই স্টেপস ফলো করতে পারেন।

1) Open WINRAR Application.
2) Navigate to your Pen drive location or PC Folder location.
3) Copy Files and Paste where you want.
4) Format your Pen drive.


******Shortcut virus Remover******-

Shortcut virus টাস্কম্যানেজার প্রসেস হয়।আমরা এইখান থেকে ইজিলি "Wscript.vbs" এইটা খুঁজে বের করে ডিলিট করে দিলেই ভাইরাস রিমুভ হয়ে যাবে।তাছাড়াও আমরা সফটওয়্যার ইউজ করে রিমুভ করতে পারি।


****Precautions to Avoid Shortcut-Virus*****

নিচের স্টেপস গুলা নিজের পিসিতে ইউজ করলে এইটা থেকে রক্ষা পেতে পারি।
1. Disable Autorun, So that Pendrive won’t runs automatically
2. Scan for virus and then use the Pendrive,
3. Don’t use Pendrive in Public PC’s.
4.Don’t use Harmful websites.
5. Keep your Antivirus up to date.

নিজের তথ্য নিজেই রক্ষা করুন,অন্যকে সাহায্য ক্রুন।
ভালো ভালো আপডেট পেতে Like, Comment & Share দিয়ে আমাদের পাশে থাকুন

Comments

Popular posts from this blog

কাল বৈশাখে বজ্রপাতঃ বজ্রপাতে মানুষের মৃত্যু থেকে রক্ষাপেতে সতর্কতার বিকল্প নাই

বজ্রপাত কি? কি ভাবে এর সৃষ্টি হয়?