Posts

Showing posts with the label computer hacks

একটি জেপিজি(JPEG) এক্সটেনশন যুক্ত ছবির মধ্যে একটি ফাইল লুকানো

Image
আমরা অনেক সময় কনফিডেনসিয়াল ফাইল লুকাতে চাই যেন কেউ তা না দেখতে পারে। তো আজকে আমরা দেখবো কিভাবে কোন ফাইল ইমেজের ভিতরে হাইড করতে পারি। চলুন কথা না বাড়িয়ে শুরু করি কিভাবে সেটা করে পারি আমরা। নিচের স্টেপ গুলা ফলো করলেই আপনি শিখে যাবেন এই শর্ট ট্রিকস।  স্টেপ - ১ঃ যেই ফাইল গুলা হাইড করবেন সেইগুলা মার্ক করে জিপ করে যেই ছবির ভিতরে এই ফাইল গুলা হাইড করবেন সেইখানে জিপ ফাইলটা রাখবেন। স্টেপ - ২ঃতারপর আপনি কমান্ড প্রোমট ওপেন করবেন ( শর্টকাট কি হলো windows key + r এবং এন্টার প্রেস করলেই কমান্ড প্রোমট ওপেন হবে ) । স্টেপ -৩ঃ যেইখানে আপনি ছবি আর জিপ ফাইলটা রাখছেন সেই লোকেশনের আপনি যাবেন। স্টেপ-৪ঃ তারপর কমান্ড প্রোমট এ "copy /b sciencelife.jpg+physics.rar sciencelife.jpg" এই কমান্ড দিতে হবে ( উইথাউট ডাবল কোটেশন )। ( এখানে sciencelife.jpg হচ্ছে আপনার ইমেজ যেখানে আপনি ফাইলটা লুকাবেন )  হয়ে গেল ফাইল হাইড করা একটি জেপিজি (JPEG) ছবির ভিতরে । আর এক্সট্রাট করতে সময় winrar দিয়ে আনজিপ করলেই ফাইল দুইটা পেয়ে যাবেন। That's all for today. Sharing is Caring ❤