ভ্যাম্পায়ার নাম্বার - Vampire Number

 অনেক দিন ধরে বসবো বসবো করে আর লেখাতে বসা হইতেছিল না, আজ বসলাম। 

আজকে কথা বলবো ভ্যাম্পায়ার  নিয়ে।  চিন্তা করতে পারো আজকে মনে হয় ভুত- প্রেতাত্মা নিয়ে কথা হবে। কিন্তু না আজকে আমি ম্যাথ নিয়ে কথা বলবো।  

কিছুদিন আগেই আমি এইটা সম্পর্ক এ জানতে পারি। 

আজকের টপিক হলো ভ্যাম্পায়ার নাম্বার। এইটা সাধারণত n ডিজিটের সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য। এইখানে n =  জোড় সংখ্যা।   মনে করো ৪ ডিজিট এর একটা নাম্বার আছে, এই নাম্বার ভ্যাম্পায়ার নাম্বার তখনি বলতে পারব যখন এই ৪ ডিজিট এর নাম্বারকে দুইভাগে ভাগ করে অর্থাৎ ২ ডিজিট এর দুইটা নাম্বার বানিয়ে তার গুণফল যদি সেই ৪ ডিজিটের নাম্বার এর সমান হয় তাহলে আমরা সেই নাম্বারকে ভ্যাম্পায়ার নাম্বার বলতে পারব। 



উদাহরণ হিসেবে ১২৬০ কে ধরা যায়, এই ৪ ডিজিট এর সংখ্যা থেকে প্রতিটি ডিজিট আলাদাভাবে বের করে ২ ডিজিটের ২ টা সংখ্যা ২১ আর ৬০ নিয়ে গুণ করলে আমরা আবার ১২৬০ সংখ্যাটি পাই তাই ১২৬০ কে ভ্যাম্পায়ার নাম্বার বলে।

এ রকম আরও অনেক সংখ্যা আছে যেমন  ---

1260, 1395, 1435, 1530, 1827, 2187, 6880, 102510, 104260, 105210, 105264, 105750, 108135, 110758, 115672, 116725, 117067, 118440, 120600, 123354, 124483, 125248, 125433

Comments

Popular posts from this blog

কাল বৈশাখে বজ্রপাতঃ বজ্রপাতে মানুষের মৃত্যু থেকে রক্ষাপেতে সতর্কতার বিকল্প নাই

Shortcut Virus কিভাবে রিমুভ করবো ????

বজ্রপাত কি? কি ভাবে এর সৃষ্টি হয়?