Shortcut Virus কিভাবে রিমুভ করবো ????

Shortcut Virus এর সাথে পরিচিত হয়নি এখনো এমন মানুষ কমই আছে। কিন্তু এইটা কিভাবে রিমুভ করবো এইটা হইতো অনেকেরই অজানা বা জানার জন্যে ইউটিউবের ভিডিও দেখে রিমুভ করে থাকেন। Shortcut-virus হল এমন একটা ভাইরাস যেইটা আমাদের পেনড্রাইভ,পিসি,হার্ড ডিস্ক,মেমোরি কার্ড অথবা মোবাইল ফোনে ঢুকে থাকে এবং আমাদের গুরুত্বপূর্ণ তথ্য shortcut এ পরিবর্তন করে থাকে। যখন আমরা আমাদের পেনড্রাইভ কোনো shortcut virus এফেক্টেড পিসিতে প্লাগিন করি তখনি আমাদের পেনড্রাইভটিও ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়।এই রিমুভ করে আমাদের প্রয়োজনীয় ফাইল পেতে আমারা ৩ টি পন্থা অবলম্বন করতে পারি। 1. Remove Shortcut Virus using CMD (Command Prompt). 2. Use WinRAR to get original Files. 3. Shortcut Virus Remover. ***** Remove Shortcut virus using CMD**** এই পন্থা হলো সবথেকে ভালো। এইটার মাধ্যমে ৯৫% পসিবিলিটি থাকে ফাইল গুলা রিকভার করার এবং ভাইরাস রিমুভ করার।। জাস্ট নিচের স্টেপস গুলা ভালো করে ফলো করুন... 1) Go to Start -> Run -> cmd. 2) Go to your pen drive memory cards or mobile phone directory. 3) Type att...